ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

ফিনল্যান্ডের পথে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১০:১১, ৩ জুন ২০১৯ | আপডেট: ১৭:৩৪, ৩ জুন ২০১৯

Ekushey Television Ltd.

মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (স.) এর রওজা জেয়ারত শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন। রোববার স্থানীয় সময় রাত ১টা বেজে ২৫ মিনিটে জেদ্দায় বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির উদ্দ্যেশ্যে রওনা হন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী জাপান সফর শেষে সৌদি বাদশা সালমান বীন আব্দুল আজিজের আমন্ত্রণে গত ৩১ মে সৌদি আরব আসেন। সৌদি আরবের মক্কায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দেন। পরে তিনি মক্কায় পবিত্র ওমরাহ পালন করেন।
প্রধানমন্ত্রী শনিবার সৌদি আরবের মক্কা সাফা প্রাসাদের ওআইসির ১৪তম ইসলামী সম্মেলনে ভাষণ দেন। সম্মেলনে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে বিষয়টি আন্তর্জাতিক আদালত (আইসিজে) উত্থাপন করার জন্য ওআইসি সদস্যভুক্ত রাষ্ট্রসমূহের কাছে সমর্থন প্রত্যাশার কথা জানান তিনি।

জাপান-সৌদি-ফিনল্যান্ডে ত্রিদেশীয় এ সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ জুন ঢাকায় ফেরার কথা রয়েছে।

এমএম//আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি