ঢাকা, রবিবার   ২১ সেপ্টেম্বর ২০২৫

ফিলিস্তিনকে আজই স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ২১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:৫৪, ২১ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আজ স্বীকৃতির ঘোষণা দিতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্টারমার প্রশাসন স্থানীয় সময় রোববার বিকালে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করতে পারে। 

রোববার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন, আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে রাষ্ট্রের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির শর্ত পূরণে রাজি না হয় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য দীর্ঘমেয়াদি টেকসই শান্তি স্থাপনের কোনো চুক্তিতে না আসে, তাহলে তারা নিজেদের অবস্থান পরিবর্তন করবে এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। 

ফিলিস্তিনের বিষয়ে যুক্তরাজ্য সরকারের এমন নীতি বদলের সমালোচনা করেছে ইসরাইল। গাজায় জিম্মি থাকা ইসরায়েলি পরিবারগুলো এবং কিছু রক্ষণশীল ব্যক্তিও এই পদক্ষেপের সমালোচনা করেছেন।

যুক্তরাজ্যের এই পদক্ষেপের সমালোচনা করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এমন পদক্ষেপ ‘সন্ত্রাসকে পুরষ্কৃত’ করবে।

যুক্তরাজ্যের সরকারি সূত্র জানিয়েছে, গত কয়েক সপ্তাহে গাজায় পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। গাজা উপত্যকায় দুর্ভিক্ষ এবং সহিংসতার চিত্র তুলে ধরে স্টারমার পরিস্থিতিকে ‘অসহনীয়’ বলে বর্ণনা করেছেন।

যুক্তরাজ্য ছাড়াও ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল এবং লুক্সেমবার্গও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি