ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

ফেনীতে এজলাস সংকটে ব্যাহত হচ্ছে আদালতের কার্যক্রম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২, ২ মে ২০১৭

ফেনীতে এজলাস সংকটে ব্যাহত হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম। প্রকট হয়ে উঠছে মামলা জট। চরম ভোগান্তিতে পড়ছে বিচার প্রার্থীরা। 

নিজস্ব কোন ভবন না থাকায় ফেনী জেলা জজ আদালত ভবনের ৪টি কক্ষে ও জেলা প্রশাসকের কার্যালয় ভবনের তিনটি কক্ষে চলছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম।

এসব কক্ষের এজলাসে পালা করে বসছেন চিফ জুডিশিয়ালসহ ১৫টি আদালতের ৮ বিচারক। এতে বাড়ছে মামলা জট। দুর্ভোগ বাড়ছে বিচারপ্রার্থীদের।

আইনজীবীরা বলছেন, নতুন ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষকে বেশ কয়েকবার জানানো হয়েছে।

সংশ্লিষ্ট গণপূর্ত কর্মকর্তা বলছেল, ভবন নির্মাণে ভূমি পাওয়া পেলেও অর্থ বরাদ্দ হয়নি। অর্থ পেলেই ভবন নির্মাণের কাজ শুরু হবে।

দ্রুত নতুন ভবন নির্মাণ করে মামলা জট কমাতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন বিচারপ্রার্থী ও আইনজীবীরা।

https://youtu.be/nB1abqt9XGE


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি