ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ফেনীতে চালু হলো ডিজিটাল মোবাইল অ্যাপস সেবা

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৫, ২৮ অক্টোবর ২০২১

ফেনী পৌরসভায় চালু করা হয়েছে ডিজিটাল মোবাইল অ্যাপস সেবা ও পৌর সিএনজি সার্ভিস।

বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহরের দোয়েল চত্বরস্থ শহীদ মিনার প্রাঙ্গণে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার নুরুন্নবী বিপিএম পিপিএম, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা, প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আবু তাহের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

পৌর মেয়র জানান, নগর সেবা অ্যাপের মাধ্যমে নাগরিক সকল সুবিধা পাওয়া যাবে হাতের মুঠোয়। অ্যাপে থাকবে নাগরিক সনদ, ট্রেড লাইসেন্স, ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদ, মৃত্যুসনদসহ সকল সুবিধা। 

এছাড়া শহরে ৪টি রুটে ২৭২টি সিএনজি-অটোরিকশা দিন রাত ২৪ ঘন্টা চলাচল করবে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি