ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ফেনীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ১৭ জুলাই ২০১৮ | আপডেট: ১৭:৩১, ১৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ফেনীর পরশুরাম উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার পৌর এলাকার দুবলাচাঁদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরশুরাম থানার ওসি আবুল কাশেম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলো রাবেয়া আক্তার রাহি (৬) ও সামিয়া আক্তার (৬)। তারা পৌর এলাকার বাউরখুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের ছাত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শিশু  রাহি ও সামিয়া প্রতিদিনের মত সোমবারও একইসঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরে ঘরে বই রেখে পাশ্ববর্তী সিরাজ মিয়ার পুকুরের পাড়ে খেলতে যায়। এই সময় দুই শিশু পুকুর পাড়ে খেলার সময় হঠাৎ পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি