ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ফেনীতে সরকারিভাবে ধান সংগ্রহ শুরু

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৮, ৫ ডিসেম্বর ২০১৯

ফেনীতে প্রতিকেজি ২৬ টাকা দরে সরকারিভাবে ৬ হাজার ৮৯৪ মেট্টিক টন ধান কেনা শুরু করেছে জেলা খাদ্য অধিদপ্তর। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে শহরের রেল গেইট এলাকার খাদ্য গুদাম চত্বরে ফেনী সদর উপজেলার নিবন্ধিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সদর সার্কেল আতাউর রহমান, জেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা শহিদ উদ্দিন মাহমুদসহ কৃষি ও খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

প্রথম দিনে ফেনী সদর উপজেলার কৃষি বিভাগের নিবন্ধিত ১ হাজার ৭’শ প্রান্তিক কৃষক থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়। জেলাব্যাপী এ কার্যক্রম চলবে ২০২০ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। 

এর মধ্যে জেলার নিবন্ধিত প্রত্যেক কৃষক থেকে ১ টন করে ধান সংগ্রহ করা হবে। তবে জেলায় উৎপাদনের চেয়ে সরকারিভাবে এ সংগ্রহ খুবই নগণ্য। এ সংগ্রহের পরিমাণ আরো কয়েকগুণ বাড়ালে ধান উৎপাদনে কৃষকের ক্ষতি অনেকাংশে কমে আসবে বলে জানান কৃষকরা।

চলতি আমন মৌসুমে সারাদেশে সরকারিভাবে ৬ লাখ মেট্টিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি