ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

ফের শীর্ষে জয়পুরহাট

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৫, ৩১ মে ২০২০

শীর্ষস্থান ধরে রাখা জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের শিক্ষক- শিক্ষার্থীরা, ছবি -একুশে টেলিভিশন।

শীর্ষস্থান ধরে রাখা জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের শিক্ষক- শিক্ষার্থীরা, ছবি -একুশে টেলিভিশন।

চলতি বছর এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী বিভাগের মধ্যে বিগত বছরের ন্যায় জয়পুরহাট জেলা এবারও শীর্ষস্থান দখল ধরে রেখেছে। জেলায় পাশের হার ৯৫.৯৭%। জেলার ৪৪৮৪ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪২৭২ জন। আর ৪৩৫০ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪২০৬ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ১৬৯৩ জন। 

তালিকায় জয়পুরহাটের পরই রয়েছে চাপাইনবাবগঞ্জ ও বগুড়া। রোববার (৩১ মে) দুপুরে জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার শাহাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রতি বারের মতো এবারও জেলায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ শীর্ষস্থান ধরে রেখেছে। ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ জনই জিপিএ-৫ পেয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রামদেব বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ২৪০ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ১৯৪ জন। তৃতীয় স্থানে থাকা জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে একজন বাদে সবাই পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ১৪২ জন। 

এছাড়া কালাই উপজেলায় কালাই ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়েও শতভাগ পাশ করেছে, ১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৩ জন। আক্কেলপুর এফ ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৯৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৬২ জন। শতভাগ পাশ করা পাঁচবিবি এলবিপি উচ্চ বিদ্যালয়ের ১১২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন। পাঁচবিবি এনএম সরকারি উচ্চ বিদ্যালয়ের ১১২ জন পরীক্ষার্থীর মধ্যে ১১১ জন পাশ করেছে, জিপিএ পেয়েছে ৪৯ জন। এছাড়া শতভাগ পাশ করা ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ -৫ পেয়েছে ২১ জন। 

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি