ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ফের সমস্যার মুখে অজয়ের পরিবার? `দৃশ্যম ২` ট্রেলার প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ১৭ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

অবশেষে মুক্তি পেল অজয় দেবগণ, টাবু, অক্ষয় খন্না অভিনীত বহু প্রতীক্ষিত 'দৃশ্যম ২' ছবির ট্রেলার। ১৮ নভেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি।

অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল অজয় দেবগণ, টাবু, অক্ষয় খন্না অভিনীত 'দৃশ্যম ২'-এর ট্রেলার। এদিন ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে সেই ট্রেলার শেয়ার করে নেন অভিনেতা। 

১৭ অক্টোবর, সোমবার, মুক্তি পেল জনপ্রিয় ছবি 'দৃশ্যম'-এর দ্বিতীয় ভাগের ট্রেলার। এদিন সোশ্যাল মিডিয়ায় আগামী ছবির ট্রেলার পোস্ট করে অজয় দেবগণ লেখেন, 'শব্দে নয়, দৃশ্যে মন দিন। কারণ শব্দের মধ্যে, মিথ্যা লুকিয়ে পড়ার জায়গা খুঁজেই নেয়। দৃশ্যম ২ ট্রেলার মুক্তি পেয়েছে। কেস নতুন করে খুলছে ১৮ নভেম্বর, ২০২২।'

ট্রেলারেই স্পষ্ট ৭ বছর আগে বন্ধ হয়ে যাওয়া বিজয় সালগাঁওকর ও তাঁর পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কেস ফের খুলছে। একাধিক অনভিপ্রেত ঘটনার মধ্যেই দিয়ে যেতে হবে এই পরিবারকে। ফের একাধিক দুঃস্বপ্নের সম্মুখীন হতে হবে তাঁদের। এবার এসিপি থমাসের চরিত্রে দেখা যাবে অক্ষয় খন্নাকে। বিজয়ের 'মিথ্যা' ধরার দায়িত্বে এবার তিনিই। তবে তাঁর সঙ্গে অবশ্যই যোগ দেবেন আইজি মীরা দেশমুখ। এই ছবিতেও মীরার চরিত্রে টাবু ও বিজয়ের চরিত্রে অজয় দেবগণ রয়েছেন। এছাড়াও আগের ছবির মূল স্টারকাস্ট থাকছে। দ্বিতীয় ছবিতেও দর্শকদের মন জয় করতে আসছেন বিজয় সালগাঁওকরের চরিত্রে অজয় দেবগণ। 

'দৃশ্যম ২'-এর পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন অভিষেক পাঠক। ২০২১ সালে মুক্তি প্রাপ্ত একই নামের মালয়লম ছবির রিমেক এটি। এছাড়াও এটি ২০১৫ সালে মুক্তি পাওয়া 'দৃশ্যম'-এর সিক্যুয়েল।

২০১৫ সালের 'দৃশ্যম' ছিল মূলত মালয়লম ছবি 'মোহনলাল'-এর রিমেক। হিন্দিতে এই ছবিটি তৈরি করেছিলেন নিশিকান্ত কামাত। ২০২০ সালে তাঁর মৃত্যু হয়। এই ছবিতে দেখা যাবে শ্রিয়া সারান, ইশিতা গুট্টা, ম্রুণাল যাদব ও রজত কাপুরকে। 

সূত্র: এবিপি আনন্দ

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি