ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ফেরি ডুবি : চলছে উদ্ধার অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ২৮ অক্টোবর ২০২১ | আপডেট: ১২:৩৭, ২৮ অক্টোবর ২০২১

মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া আমানত শাহ ফেরি উদ্ধারে সকাল থেকে আবারও অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠন করা হয়েছে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি। 

রাতে উদ্ধার কাজ বন্ধ রাখার পর সকাল সাড়ে ৮টার দিকে উদ্ধারকারী জাহাজ কাজ শুরু করে। এদিকে উদ্ধার কাজে অংশ নিতে আরেকটি উদ্ধারকারী জাহাজ প্রত্যয় নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছে। 

এখন পর্যন্ত ৫টি ট্রাক উদ্ধার করা গেছে। তবে ভেসে গেছে মোটরসাইকেলসহ ছোট যানবাহন। 

বুধবার সকাল ৯টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নম্বর ঘাট থেকে রো রো ফেরি শাহ আমানত পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে। ফেরিতে ১৪টি কাভার্ডভ্যান, ২টি ট্রাক, ২টি প্রাইভেটকার ও ৬/৭টি মোটরসাইকেল ছিলো। 

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম জানিয়েছেন, তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি