ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ফোন নাম্বার প্রতারণা, শাকিব খানের বিরুদ্ধে রাজমিস্ত্রির মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ২৯ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৯:৪২, ২৯ অক্টোবর ২০১৭

মামলা হয়েছে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের বিরুদ্ধে। রোববার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহানের আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলা করেছেন জেলার বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের ইজাজুল মিয়া। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি।

মামলার কারণ হিসেবে জানানো হয়, বিনা অনুমতিতে অন্যের মুঠোফোন নম্বর শাকিব তাঁর সিনেমা ‘রাজনীতি’তে ব্যবহার করেছেন। এ জন্য প্রতারণার অভিযোগে ৫০ লাখ টাকার মানহানির মামলাটি করেছেন মুঠোফোন নম্বরের মালিক ইজাজুল মিয়া।

শুধু শাকিব নয়, মামলার প্রধান আসামিদের মধ্যে আরও আছেন ‘রাজনীতি’ সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদ।

‘রাজনীতি’ সিনেমাটি গত রোজার ঈদে মুক্তি পায়। ২ ঘণ্টা ১৬ মিনিটের এ ছবির ২০ মিনিটের সময় শাকিব ও অপু বিশ্বাসের একটি কথোপকথন আছে। যেখানে নায়ক একটি মোবাইল নম্বর নিজের বলে উল্লেখ করেন। সংলাপটি এমন- ‘নায়িকা অপু বিশ্বাস বলেন, ‘আমার ফেসবুক আইডি যে ‘রাজকুমারী’, তুমি তা জানলে কী করে। জবাবে নায়ক শাকিব বলেন, ‘যেভাবে তুমি জানো আমার মোবাইল নাম্বার ০১৭১৫-২৯৫...।’

এ নম্বরটি চিত্রনায়ক শাকিব খানের নয়। এটি বানিয়াচং গ্রামের ইজাজুলের। ছবি মুক্তির দিন থেকে শত শত ফোন আসতে থাকে ইজাজুলের কাছে। সবাই শাকিব খানকে চান। অতিরিক্ত ফোন আসায় তাকে চাকরি থেকে মহাজন বরখাস্ত করেছেন। অভাব-অনটনে পড়ে বিক্রি করতে হয় নিজের অটোরিক্সাটিও। এমনকি পারিবারিক জীবনেও অশান্তি নেমে আসে। মেয়েদের ফোন বেশি আসায় স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়। স্ত্রী চলে যান বাপের বাড়ি। সামাজিকভাবে হেয় হতে হয় ইজাজুলকে। এখনও অবধি মুঠোফোন নম্বরে শাকিব খানের জন্য অসংখ্য ফোন আসছে। এই অভিযোগ তার।

ইজাজুলের ভাষ্য, ‌‘আমি সামাজিকভাবে হেয় হয়েছি। শুধু আমি নই, আমার পরিবারও হাস্যরসে পরিণত হয়েছে। আমি এর প্রতিকার চাই। অন্যের নম্বর না জানিয়ে ব্যবহার করাটা অন্যায়। তাই মামলাটি করেছি।’

অপরদিকে বিষয়টি নিয়ে একুশে টিভি অনলাইনের সঙ্গে কথা হয় ‘রাজনীতি’ সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাসের। তিনি বলেন, ‘বিষয়টি আসলে হাস্যকরই বটে। খবরটি আমি শুনেছি। তবে এখনও কোন কাগজপত্র দেখিনি। আইনজীবীর সাথে কথা হয়েছে। যেহেতু বিষয়টি আইনগত তাই আমার আইনজীবীই দেখবেন কি করা যায়।’

 

এসএ / এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি