ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ফ্রান্সের বিমান বন্দরে এমপি বাহারকে অভ্যর্থনা

ফয়সাল আহাম্মেদ দ্বীপ, ফ্রান্স থেকে

প্রকাশিত : ১৯:৪৯, ১ সেপ্টেম্বর ২০২২

কুমিল্লা সদর আসনের এমপি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহারের ফ্রান্স আগমনে প্যারিসের শার্ল দ্যু গোল বিমান বন্দরে ফুলের অভ্যর্থনা জানিয়েছেন ফ্রান্সে বসবাসরত বৃহত্তর কুমিল্লার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৪ মিনিটে আমিরাতের ইকে ৭১ এর একটি ফ্লাইটে প্যারিসের চার্জ্য দ্যা গুল বিমান বন্দরে অবতরণ করেন আ ক ম বাহা উদ্দিন বাহার। 

এসময় বিমান বন্দরে তিনি জানান, ইউরোপে ১৫ দিনের এই সফরে তিনি ফ্রান্সের প্যারিসসহ ইতালীর বিভিন্ন শহরে ভ্রমন করবেন এবং প্রবাসী বাংলাদেশীদের দেয়া সংবর্ধনা ও আলোচনা সভায় অংশগ্রহণ করবেন। 

বিশেষ করে অন্য কোন নাম নয় কুমিল্লা নামেই বিভাগ চাই এই স্লোগান ও প্রতিপাদ্যকে সামনে রেখে এমপি বাহারের সফর কে কেন্দ্র করে প্রবাসে অবস্থানরত বৃহত্তর কুমিল্লাবাসীদের মধ্যে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে। 

বিমান বন্দরে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আলী ভুট্ট, পৃষ্টপোষক সাত্তার আলী সুমন শাহ আলম, পৃষ্ঠপোষক হাসান মাহমুদ দুলাল, এক সময়ের তুখোড় ছাত্র নেতা শরিফুল ইসলাম মাসুদ, বিশষ্ট ব্যবসায়ী জামাল হোসেন খান, ওবায়েদ উল্লাহ, শাহীন আরমান, কাজী শাহজান লিটন, অধ্যাপক অপু আলম, নজরুল ইসলাম চৌধুরী, ইমন এনামুল, আকরাম হোসেন মিন্টু, আলামিন চৌধুরী, শাকিল সরকার প্রমূখ।

আগামী ৪ সেপ্টেম্বর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কুমিল্লা সদর আসনের এমপির সাথে বৃহত্তর কুমিল্লাবাসীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি