ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫

ফ্লোটিলা থেকে ২০১ সেচ্ছাসেবককে আটক, নিন্দার ঝড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৯, ২ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ৩৭ দেশের ২০১ সেচ্ছাসেবককে বন্দি করেছে ইসরায়েল। তবে বাধা উপেক্ষা করে গাজার উদ্দেশে এগিয়ে চলছে বহরের ৩০টি নৌযান।

বৃহস্পতিবার (২ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা অবরোধ ভাঙতে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র নৌবহরের ওপর হামলা চালিয়ে অন্তত ১৩টি নৌকা আটক করেছে ইসরাইলি বাহিনী। এ সময় ২০১ সেচ্ছাসেবককে বন্দি করেছে ইসরায়েলের সৈন্য বাহিনী।

আটক হওয়া যাত্রীদের মধ্যে কেবল স্পেন থেকেই ছিলেন ৩০ জন। এছাড়া ইতালি থেকে ২২ জন, তুরস্ক থেকে ২১ জন এবং মালয়েশিয়া থেকে ১২ জন রয়েছেন। আটক ও নৌযান ঘেরাও-এর পরও তাদের মিশন থেমে নেই। এখনো প্রায় ৩০টি জাহাজ গাজায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, জানানো হয় আল জাজিরার প্রতিবেদনে।

এদিকে বুধাবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ফ্লোটিলার ১৩টি নৌযান আটকের তথ্য জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বার্তায় বলা হয়েছে, “হামাস-সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি নৌযান থামিয়ে দেওয়া হয়েছে এবং সেসব নৌযানে থাকা যাত্রীদের নিরাপদভাবে ইসরায়েলের বন্দরে নিয়ে আসা হয়েছে।”

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘হামাস-সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ থামিয়ে দেওয়া হয়েছে এবং তাদের যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে স্থানান্তরিত করা হচ্ছে। গ্রেটা এবং তার বন্ধুদের সুস্থ এবং নিরাপদ রাখা হয়েছে।

এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। ফ্লোটিলা আটকের ঘটনায় ইতালি ও কলম্বিয়ায় বিক্ষোভ শুরু হয়েছে। আন্তর্জাতিক সাহায্য ফ্লোটিলার প্রতি সংহতি জানাতে  ইতালীয় শ্রমিক ইউনিয়ন শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম বৃহস্পতিবার ইসরায়েলের ফ্লোটিলা আটকের নিন্দা জানিয়ে বলেছেন, ‘ইসরায়েলি বাহিনী আটজন মালয়েশিয়ান নাগরিককে আটক করেছে।’ আনওয়ার এক বিবৃতিতে বলেছেন, ‘একটি মানবিক মিশনকে আটকে রেখে ইসরায়েল শুধু ফিলিস্তিন জনগণের অধিকার নয়, বরং পৃথিবীর বিবেককেও তাচ্ছিল্য করেছে।’ 

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান আটকের পর উদ্বেগ জানান আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় তিনি বলেন, “আজ রাতে যা ঘটল— খুবই উদ্বেগজনক। এটি ছিল একটি শান্তিপূর্ণ মিশন, যার মূল লক্ষ্যছিল গাজায় চলমান ভয়াবহ মানবিক বিপর্যয়কর পরিস্থিতির শিকারদের পাশে দাঁড়ানো।”

গত ৩১ আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এখন পর্যন্ত গাজায় সবচেয়ে বড় সামুদ্রিক মিশন। এত ৪৪ জাহাজে ৪৯৭ জন যাত্রী রয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি