ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বই মেলায় এসেছে জিয়াউল হকের দুটি বই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০১, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে জিয়াউল হক সরকারের দুটি বই। অনুপ্রাণন প্রকাশন (স্টল নম্বর- ৫৯২-৫৯৩) থেকে এসেছে কাব্যগ্রন্থ ‘বৃষ্টিরা একা আসে না’। অন্যদিকে পরিবার পাবলিকেশন্স (স্টল নম্বর ৪২০-৪২১) এনেছে গল্পগ্রন্থ ‘হিমশীতল মুখ’। বই দুটির প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী আইয়ুব আল-আমিন।

কবি ও লেখক জিয়াউল হক সরকারের ‘বৃষ্টিরা একা আসে না’ দ্বিতীয় কাব্যগ্রন্থ। প্রথম কাব্যগ্রন্থ ‘পলকে পতন ঘটে’ প্রকাশিত হয়েছে ২০২০ সালে, পরিবার পাবলিকেশন্স থেকে। তার কবিতা জীবনবোধ, মনন, প্রেম, প্রকৃতি আর দ্রোহের কথা বলে। এসব যেন জীবন-যাপনের রন্ধ্রে রন্ধ্রে প্রাত্যহিক অন্তর্লোকের আহ্বান। 

এবারের ‘বৃষ্টিরা একা আসে না’ কবিতার বইটিতে প্রেম-বিরহ, প্রকৃতি আর জীবনের আলোকছটায় প্রগাঢ় কল্পশক্তি মিশে হয়ে উঠেছে  মানব-জনমের চেনা-অচেনা পথের ধূলিমাখা জীবনমঠ। গ্রাম-শহর আর ফেরারি সময়ের ক্ষুরে এক মায়াময় আখ্যান। 

অন্যদিকে ছোটগল্পের বই ‘হিমশীতল মুখ’ তার প্রথম গল্পগ্রন্থ। তার গল্প যেন জীবনের প্রতিটি বাঁকে বাঁকে এক-একটি করে গল্প জুড়ে বয়ে চলে আমাদের রোজকার চালচিত্র। চারদিকে অজস্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা জীবন-গল্পের মুক্তোদানা। 

জিয়াউল হক সরকাররে জন্ম ১৯৮৮ সালের ১৬ সেপ্টেম্বর, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ঈশ্বর বরুয়া গ্রামে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে  এম. ফিলে অধ্যয়নরত। ছাত্রাবস্থা থেকেই লেখালেখি করছেন বিভিন্ন জাতীয় দৈনিক, ম্যাগাজিন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। বর্তমানে তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-এ সহকারী পরিচালক (গণসংযোগ ও প্রকাশনা) পদে কর্মরত।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি