ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

বইমেলায় নাসিম সাহনিকের ২টি বই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষে প্রকাশিত হয়েছে লেখক নাসিম সাহনিকের নতুন দুটি বই। এর একটি হচ্ছে উপন্যাস। অপরটি হচ্ছে সায়েন্স ফিকশন। উপন্যাসটির নাম হচ্ছে 'প্রেমময় কাব্য'। এটি প্রকাশ করেছে অয়ন প্রকাশন। পরিবেশনায় আছে বেঙ্গলিভয়েস। উপন্যাসের গল্পে উঠে এসেছে রুদ্র নামের এক কলেজ শিক্ষকের প্রেমময় জীবনের নানারূপ। মানুষের জীবনে প্রেম আসে নানা রঙে।

জীবনের যে কোনো সময় প্রেম আসতে পারে। সেই প্রেমকে কিভাবে বরণ করে রুদ্র? কিভাবে প্রেমের কারণে জটিলতায় জড়ায় সে? সেই জটিলতা থেকে ফিরে আসে কিভাবে? যারা নতুন প্রেমে পড়েছেন, আবার যারা প্রেমময় জীবনের স্মৃতিচারণ করতে চান তাদের জন্য এই বই।বইটির মূল্য ২১০ টাকা। এটি পাওয়া যাচ্ছে অয়ন প্রকাশনীর ৪২৯,৪৩০,৪৩১ নং স্টলে। অপরদিকে লেখক নাসিম সাহনিকের সায়েন্স ফিকশন গ্রন্থের নাম হচ্ছে 'ভাইরাস অ্যাটাক'। এটি প্রকাশ করেছে বেঙ্গলিভয়েস। পরিবেশনায় আছে হাওলাদার প্রকাশনী।বইটির মূল্য ২০০ টাকা।

এটি পাওয়া যাচ্ছে হাওলাদার প্রকাশনীর ৪৭৩,৪৭৪,৪৭৫ নং স্টলে। ভবিষ্যতের পটভূমিতে লেখা বইটিতে উঠে এসেছে নতুন ধরনের এক ভাইরাসের কথা। এই ভাইরাসের আক্রমণের পর পুরো পৃথিবীর জনসংখ্যা নিঃশেষ হওয়ার উপক্রম হয়। তখন বাংলাদেশি বিজ্ঞানীসহ বিশ্বের বেশকিছু অঞ্চলের বিজ্ঞানীরা এই ভাইরাসের প্রতিষেধক বের করার চ্যালেঞ্জ গ্রহণ করে। এই চ্যালেঞ্জই যেন উঠে এসেছে বৈজ্ঞানিক কল্পকাহিনিটির প্রতি পাতায় পাতায়।

কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি