ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বইমেলায় যোবায়ের শাওনের চতুর্থ কাব্যগ্রন্থ ‘ব্যক্তিগত পুলসিরাত’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৯, ৬ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবি যোবায়ের শাওনের চতুর্থ কাব্যগ্রন্থ ‘ব্যক্তিগত পুলসিরাত’। 

গত ৫ ফেব্রুয়ারি মেলা প্রাঙ্গণে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন সরকারের এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং বিশিষ্ট ফোকলোর গবেষক, কবি ও প্রাবন্ধিক ড. আমিনুর রহমান সুলতান। 

কাব্যগ্রন্থটি সম্পর্কে কবি যোবায়ের শাওন জানান, ‘ব্যক্তিগত পুলসিরাত’ এমন একটি কাব্যগ্রন্থ যেখানে সম্মিলিতের আশা-আকাঙক্ষা-হতাশার বিভিন্ন মুহূর্ত এক একটি কবিতার মাধ্যমে উঠে এসেছে। কাব্যগ্রন্থটি পাঠের মাধ্যমে পাঠক ক্রমাগত নিজেকেই নতুন করে আবিষ্কার করতে থাকবে। এটি এমন একটি প্রয়াস যেখানে নিয়ত পরীক্ষার মধ্য দিয়ে চলা ব্যক্তির মানবিকসম্পর্ক এবং পরিবার-সমাজ-রাষ্ট্রের সাথে তার সম্পর্কের বোঝাপড়ার বিষয়ে রূঢ় বাস্তবতায় সামনে চলে আসে।”  
গ্রন্থের কবিতায় চতুর্থ শিল্প বিপ্লবের মতো তকমা দেয়া শব্দময়তা যেমন আছে, তেমনি আছে মায়ের আঁচলের সোঁদা গন্ধ। আছে মহানগর পেয়ে যাবার হাহাকার আর প্রকৃতির নিবিড় গ্রাম হারানোর বেদনা। আছে বন্ধুত্বের রঙিন চশমা, রাষ্ট্রের সোনার হরিণ হয়ে ওঠার গল্প। সেইসাথে আছে যন্ত্রের কাছে আত্মসমার্পণের ভবিতব্য। 

গ্রন্থটি প্রকাশ করেছে নবান্ন প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন কবি ও শিল্পী রাজীব দত্ত।

অমর একুশে গ্রন্থমেলার ৪৫৫-৪৫৬ নম্বর স্টল থেকে কাব্যগ্রন্থটি সংগ্রহ করা যাবে। ৫১টি কবিতা সম্বলিত গ্রন্থটি মেলার স্টলের পাশপাশি অনলাইন প্ল্যাটফর্ম থেকেও সংগ্রহ করা যাবে। 

কবি যোবায়ের শাওনের প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থ হলো, যুক্ত প্রকাশনের ‘হেমলক হাতে বসে আছি’, খড়িমাটি প্রকাশনীর ‘মৃত্যু আমাদের প্রতিবেশী’ এবং অনুভব প্রকাশনী থেকে ‘মালিকানা বিষয়ক ধারণার নবায়ন’।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি