ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ

বখাটেদের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৮, ২৪ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে প্রাণ গেলে বাবার। নিহত ব্যক্তির নাম কাজী মাহাবুব হোসেন (৫০) তাঁর বাড়ি গোপালগঞ্জ শহরের মধ্যপাড়া এলাকায়। তিনি সদর উপজেলা ভূমি কার্যালয়ের দলিল লিখক এবং হরিদাসপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা গণমাধ্যমকে জানান, কাজী মাহবুবের অষ্টম শ্রেণিপড়ুয়া মেয়েকে আকাশ নামের স্থানীয় এক বখাটে প্রায়ই উত্ত্যক্ত করত। আকাশকে একাধিকবার বারণ করলেও সে শোনেনি। পরে বিষয়টি পুলিশকে জানান মাহবুব। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ বেশ কিছুদিন আগে আকাশকে ধরে নিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে ছাড়া পায় আকাশ।

এর জেরে গত ১৫ জুলাই আকাশ ও তার বন্ধুরা মাহবুবের বাড়ির সামনে তাকে ছুরিকাঘাত করে। তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মাহবুব মারা যান।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি