বগুড়ায় এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত
প্রকাশিত : ২২:৩৩, ৭ ডিসেম্বর ২০২৫
বগুড়ায় এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়েছে এক মাদক ব্যবসায়ী। আহত পুলিশ কর্মকর্তা বাবর আলী বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়িতে সহকারি টাউন উপপরিদর্শক (এটিএসআই) পদে কর্মরত আছেন।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহরের রহমাননগর জিলাদারপাড়ায় এ ঘটনা ঘটে। বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়দের অভিযোগ পেয়ে বাবর আলী একজন কনস্টেবলসহ রহমাননগর জিলাদারপাড়ায় ট্যাপেন্টাডল বিক্রির সময় রিয়াদ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করতে গেলে, রিয়াদ বাবর আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহত বাবর আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালিয়ে যাওয়া রিয়াদকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
এমআর//
আরও পড়ুন










