ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বগুড়ায় ধর্ষণের শিকার কিশোরী ও মাকে ন্যাড়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ৩০ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:৫০, ৩০ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

বগুড়ায়ধর্ষণের শিকারএক কিশোরী তার মায়ের মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে

ধর্ষণের এ ঘটনায় ওই কিশোরীর মায়ের করা মামলায় জাতীয় শ্রমিক লীগ বগুড়া শহর শাখার আহ্বায়ক তুফান সরকারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, তুফানের ‘সহযোগী’ শহরের চকসুত্রাপুর কসাইপাড়া এলাকার আলী আজম দিপু (২২), কালিতলার রুপম (২২) ও খান্দার সোনারপাড়ার আতিক (২৩)।

বগুড়া সদর থানা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার মেয়েটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মামলার বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, এ বছর এসএসসি পাশ করা ওই কিশোরীকে ভালো কলেজে ভর্তি করানোর প্রলোভন দেখিয়ে ১৭ জুলাই ও পরে কয়েকবার ধর্ষণ করে তুফান। এ কাজে তাকে সহায়তা করেন তার কয়েকজন সহযোগী।

বিষয়টি জানতে পেরে তুফানের স্ত্রী আশা ও তার বড় বোন বগুড়া পৌরসভার সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকিসহ বেশ কয়েকজন শুক্রবার দুপুরে ওই কিশোরী এবং তার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তাদের মারধর করে মাথা ন্যাড়া করে দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুফান ধর্ষণের কথা স্বীকার করেছেন বলেও জানায় পুলিশ।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি