ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

বগুড়ায় মাদক বিক্রেতার মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২, ১৫ জুন ২০১৮ | আপডেট: ১৪:৫২, ১৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বগুড়ায় পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা ও একাধিক মামলার আসামি রেজাউল করিম ওরফে ডিপজলের (৩৮)  মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, তিন রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শহরের মালগ্রাম ছিলিমপুর নতুন বাইপাস এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এলাকায় মাদক সম্রাট নামে পরিচিত ডিপজল শহরের মালগ্রাম উত্তরপাড়ার আব্দুল মান্নানের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে মালগ্রাম ছিলিমপুর নতুন বাইপাস এলাকায় দু’দল দুর্বৃত্তের মধ্যে গুলিবিনময়ের খবর পেয়ে পুলিশ সেখানে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে ডিপজলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে এ অবস্থায় ডিপজলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি