ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৭, ১৭ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৭:১৯, ১৭ এপ্রিল ২০১৭

pm

pm

Ekushey Television Ltd.

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন, প্রধানমন্ত্রী সভাপতি শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে ধানমন্ডীতে। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চলেন, তিস্তা চুক্তি যেন না হয়, সেজন্য ষড়যন্ত্র করছে বিএনপি।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কিছুক্ষন নিরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের পক্ষ থেকে শীর্ষ নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

এ সময় দিবসটির তাৎপর্য নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সাধারণ সম্পাদক। সন্ত্রাস-জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিস্তা চুক্তি নিয়ে বিএনপির অবস্থানের কঠোর সমালোচনা করেন তিনি।

প্রধানমন্ত্রী ধানমন্ডী ৩২ নম্বর ত্যাগ করার পর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি