বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাঙামাটিতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা
প্রকাশিত : ১৮:০৮, ১৭ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:০৮, ১৭ মার্চ ২০১৭
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাঙামাটিতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, জেলা প্রশাসক মানজারুল মান্নানসহ অন্যান্যরা। সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে, জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
আরও পড়ুন