ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

বন্যা পরিস্থিতির উন্নতি আট জেলায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ২৯ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

বন্যা পূর্বাভাস ও বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, নাটোর, টাঙ্গাইল, নওগাঁ এবং ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা পরিস্থিতির উন্নতির কথা জানানো হয়েছে।  এই আট জেলায় আগামী ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।

আজ বন্যা পূর্বাভাস ও বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে, ঢাকা জেলার আশেপাশের নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘন্টায় ঢাকা সিটি কর্পোরেশন সংলগ্ন নিম্নাঞ্চলসমূহের বন্যা পরিস্থিতির সামান্য অবনতি হতে পারে।

এদিকে, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের ধরলা ও তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। অন্যদিকে, ব্রহ্মপুত্র-যমুনা নদীসমূহের পানি সমতল হ্রাস পাবে। যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

কুশিয়ারা ব্যতীত উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

অপরদিকে, আগামী ২৪ ঘন্টায় নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ি, শরিয়তপুর, ঢাকা, নারায়ণগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

দেশের পর্যবেক্ষাণাধীন ১০১টি নদী সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৪৭টি, হ্রাস পেয়েঠে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ০৫টির। বিপদসীমার উপরে স্টেশনের সংখ্যা ২৭টি, এর মধ্যে অব্যাহত রয়েছে ১৭টিতে।

সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে লালাখালে ১৮০ মিমি, সুনামগঞ্জে ১৩৫ মিমি, সিলেটে ৯৮ মিমি, কুষ্টিয়ায় ৬৭ মিমি, পরশুরামে ৬৫ মিমি এবং ভাগ্যকূল ৬০ মিলিমিটার।

সূত্র: বাসস

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি