ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

বন্যায় মৌলভীবাজারের ৫ কিলোমিটার রাস্তা ভেঙ্গে গেছে(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬, ১ জুলাই ২০১৮

বন্যায় মৌলভীবাজারের চাতলাপুর চেকপোস্ট ও শুল্ক স্টেশন থেকে শমশেরনগর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা ভেঙ্গে গেছে। এতে  ১৩ জুন থেকে বন্ধ রয়েছে স্থল বন্দরের কার্যক্রম। ক্ষতির মুখে পড়ছেন আমদানী-রপ্তানীকারকরা। এছাড়া কমে গেছে পর্যটকদের আনাগোনাও।

একসময় পর্যটক এবং আমদানী-রপ্তানীকারকদের আনাগোনায় মুখরিত থাকতো এই পথটি। কিন্তু বন্যায় রাস্তা ও ব্রীজ ভেঙ্গে যাওয়ায় এখন নেই কর্মচাঞ্চল্য । মালামাল আনা-নেয়া করতে না পারায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।

একই অবস্থা ভারতীয় আমদানী রপ্তানীকারীদেরও।

আমদানি-রপ্তানি বন্ধ থাকায় আর যাত্রী যাতায়াত কমার কারণে কমেছে রাজস্ব আয়ও।

তবে সড়ক বিভাগ শোনালো আশ্বাসের কথা।

অর্থনীতিকে সচল রাখতে দ্রুত সড়কটি মেরামত প্রয়োজন বলে জানান ভুক্তভোগীরা।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি