ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বর্ণবৈষম্যের শিকার প্রিয়াঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ১২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ছোটবেলায় মার্কিন স্কুলে পড়তে গিয়ে বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বড় হয়ে সেই মার্কিন মুল্লুকে অভিনয় করতে গিয়েও একই অভিজ্ঞতা সম্মুখিন হলেন তিনি।

শুরুতে টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে ‘মার্কিন অভিযান’ শুরু হয় প্রিয়াঙ্কার। এরপর বড় পর্দায় নিজেকে তুলে ধরলেন। অংশ নিয়েছেন অ্যামি, গোল্ডেন গ্লোব থেকে অস্কারে। অথচ সেই প্রিয়াঙ্কাকেই গায়ের রঙের জন্য বাদ পড়তে হলো সিনেমা থেকে। ‘ইনস্টাইল’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজেই জানিয়েছেন এই ঘটনা।

তিনি জানান, ‘কিছুদিন আগে একটি সিনেমা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আমাকে বাদ দেওয়া হয়। এজেন্ট জানায়, আমাকে নাকি শারীরিকভাবে উপযুক্ত মনে হচ্ছে না তাদের। শুরুতে ভেবেছিলাম, তাঁরা হয়তো রোগা বা অন্য কিছুর কথা বলছেন। পরে এজেন্ট খোলাসা করে বলে, তাঁরা গায়ের রং বাদামি নয় এমন কাউকেই নিতে চান। এমন ঘটনার পর একেবারে ভেঙে পড়েছিলাম।’

বর্ণবৈষম্যের অভিযোগ করলেও অভিনেত্রী অবশ্য কারো নামধাম উল্লেখ করেননি।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি