ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বলিউড তারকাদের বৈশাখী শুভেচ্ছা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩২, ১৪ এপ্রিল ২০১৮ | আপডেট: ২০:১২, ১৪ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

পুরনো দিনের সকল জরাজীর্ণতা দূর করে  নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানাচ্ছে দেশের সর্বস্তরের মানুষ। বয়সের ভেদাভেদ ভুলে সকলে মেতেছে নতুন দিনের জাগরণে।

একই সময়ে ভারতের পাঞ্জাব, তামিলনাড়ু, কেরালা এবং আসামেও বর্ষবরণ উৎসব পালিত হচ্ছে।পাঞ্জাব, তামিলনাড়ু, কেরালা ও আসামে এই উৎসবের নাম যথাক্রমে বৈশাখী, পাথাণ্ডু, বিষু ও বিহু।

এদিকে বাংলা নববর্ষের প্রথম মাস বৈশাখকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন, অনিল কাপুর, অক্ষয় কুমার, সানি দেওল, মাধুরী দীক্ষিত, তাপসী পান্নুসহ অনেক সেলিব্রেটি।

টুইটারে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘সবাইকে বৈশাখের শুভেচ্ছা। শুভ তামিল নববর্ষ।’

অভিনেতা অক্ষয় কুমার টুইটারে তার আসন্ন ছবি ‘কেসরি’র নতুন একটি স্থিরচিত্র শেয়ার করে লিখেছেন, ‘আপনাদের সকলকে বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। সবসময় হাসি-খুশি থাকুন।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাল রঙা শাড়ি পরা একটি স্থিরচিত্র শেয়ার করেছেন মাধুরী। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপনাদের সকলকে বৈশাখের শুভেচ্ছা ও শুভকামনা।’

অনিল কাপুর বৈশাখের শুভেচ্ছা জানিয়ে টুইটারে লিখেছেন, ‘ওয়াহে গুরু আপনাদের সকল ইচ্ছা পূরণ করুক। আপনাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যাক। শুভ বৈশাখ।’

সানি দেওল ইনস্টাগ্রামে ধানের স্থিরচিত্র শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে বৈশাখের শুভেচ্ছা।’ 

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি