ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

বস্তিবাসীর জন্য ফ্ল্যাট প্রকল্পে ধীরগতি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭, ১৬ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বস্তিবাসীর জন্য ফ্ল্যাট প্রকল্পের অগ্রগতি একেবারেই কম। ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও অগ্রগতি মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ। কর্তৃপক্ষ বলছে, করোনাসহ নানা কারণে প্রকল্পের কাজ বিলম্বিত হচ্ছে। ১১৭ কোটি টাকা ব্যয়ে এই ৫৩৩টি ফ্ল্যাট বস্তিবাসীরা কবে বুঝে পাবেন, তার উত্তর অনেকেরই অজানা। 

রাজধানীর বস্তিবাসীদের স্বল্প মূল্যে ফ্ল্যাট দিতে একটি প্রকল্প হাতে নেয় সরকার। রাজধানীর মিরপুর ১১ নম্বর সেক্টরে দুই একর জমিতে ১৪ তলার ৫টি ভবন নির্মাণও শুরু হয়। এখানে থাকবে আধুনিক নানা সুযোগ। প্রশস্ত রাস্তা, ওয়াকওয়ে, ৪০ কেভি জেনারেটর, সাব স্টেশনসহ অনেক কিছুই যুক্ত করা হয়েছে এই প্রকল্পে। 

২০১৭ সালে শুরু হওয়া প্রকল্পটি শেষ হওয়ার কথা এই ডিসেম্বর। কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন। তিন বছরে ১৪ তলা ভবনের অর্ধেকও তৈরি হয়নি। প্রকল্পের ছবি তুলতে গেলে বাধা দেন ঠিকাদারের লোকেরা।

যাদের ফ্ল্যাট পাওয়ার কথা সেই বস্তিবাসীদের অনেকেই জানেনা কবে, কিভাবে ফ্ল্যাট পাবেন তারা।

তারা জানান, ছোট রুমের যেগুলি সেগুলো সাড়ে সাত হাজার আর যেগুলোতে বড় রুম তা সাড়ে নয় হাজার বলছে। এতো টাকা ভাড়া দেয়া গরীবের কিভাবে সম্ভব হবে।

নিবার্হী প্রকৌশলী জানান, করোনায় কয়েক মাস কাজ বন্ধ থাকাসহ নানা কারণে অগ্রগতি কম। 

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী শাহীন মিয়া বলেন, এই প্রকল্পের আওতায় ৫৩৩টি আবাসিক ফ্ল্যাট বস্তিবাসীদের জন্য নির্মাণ করা হবে। ভাড়াভিত্তিতে তাদেরকে প্রদান করা হবে। প্রকল্পের লেআউট সিদ্ধ হতে আবার নতুন করে ড্রইং, ডিজাইন করে কাজ শুরু করতে আমাদের বিলম্ব হয়।

একই তথ্য জানালো জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষও।

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের পরিকল্পনা সদস্য বিজয় কুমার মণ্ডল বলেন, এই ডিসেম্বরে শেষ করার কথা ছিল কিন্তু সময় বাড়িয়ে ২০২১ এর ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এটাই অনুমিত সময়, যে কোন মূল্যে এই সময়ের মধ্যে শেষ করতে হবে। প্রধানমন্ত্রীর দফতর থেকে এটার উপর নজরদারি করা হয়।

তবে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের চেষ্টা থাকবে বলেও আশ্বস্ত করছে গৃহায়ণ কর্তৃপক্ষ।


এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি