ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

‘বাংলা-উত্তরপ্রদেশই ঠিক করবে ভারতের পরবর্তী সরকার’

প্রকাশিত : ১১:৫৩, ১৭ এপ্রিল ২০১৯

ভারতের লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে সবচেয়ে শক্তিশালী প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন- ‘বাংলা-উত্তরপ্রদেশই ঠিক করবে ভারতের পরবর্তী সরকার।’

মঙ্গলবার উত্তর দিনাজপুরের ইটাহারেও সেই একই কথা বলেন তিনি। একই দিন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে তিনি বলেন, ‘ভোট পরীক্ষায় পশ্চিমবঙ্গে বিজেপি পাবে রসগোল্লা। আর তার দল তৃণমূল পাবে বিয়াল্লিশে বিয়াল্লিশ।’

মোদিজির স্বঘোষিত ‘চৌকিদার’ উপাধির সমালেচনা করে মমতা বলেন, ‘আমরা চৌকিদার চাই না- গান্ধী, আম্বেদকরের মতো যোগ্য নেতা চাই।’

ইটাহারে ক্ষমতাসীন মোদি সরকারকে তুলাধোনা করে তিনি বলেন, ‘গত ৫ বছরে কোনো কাজ করেনি বিজেপি সরকার।’

এ সময় রেলমন্ত্রী থাকার সময়ে তিনি বালুরঘাটের জন্য কী কী উন্নয়নমূলক কাজ করেছেন তা নিয়ে বিজেপি আমলের সঙ্গে তুলনা করেন তিনি। বলেন, বিজেপি আমলে বাংলা নতুন ট্রেন পায়নি। ইটাহারে যেমন কর্মতীর্থ তৈরি করা হয়েছে, তেমনই রাজ্যে বিভিন্ন জায়গায় তীর্থস্থানের উন্নয়ন করার কথাও সভায় তুলে ধরেন মমতা। ৫ বছরে বিজেপির বিরুদ্ধে যেমন কাজ না করার অভিযোগ করেছেন, ঠিক তেমনই বিজেপি আমলে বহু মানুষ কাজ হারিয়েছেন বলে অভিযোগও করেছেন।

তিনি বলেন, মা দুর্গার হাতে অস্ত্র মানায়। তোমাদের হাতে মানায় না। সঙ্গে বলেন হিন্দু ধর্ম মহান ধর্ম, ইসলাম ধর্ম পবিত্র ধর্ম। মোদি-অমিত শাহকে কটাক্ষ করে বলেন- ‘দুই যমজ ভাই, জগাই মাধাই বলে যাচ্ছে এনআরসি করব। একদিকে বলছে বাংলাদেশিদের তাড়াও। আবার তাদের কাছেই গিয়ে বলছে আপনাদের নাগরিকত্ব দেব। মুসলিমদের দেব না।’

বক্তব্যের ফাঁকে নিজেই স্লোগান দেন, জনগণের দরকার তৃণমূল নেতৃত্বাধীন সরকার। পরক্ষণেই আবার বলেন, বাংলা-উত্তরপ্রদেশই ঠিক করবে ভারতের সরকার।

কংগ্রেস সিপিএমকে আক্রমণ করে বলেন, জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে লড়াই করছে তৃণমূল। কংগ্রেস কিংবা সিপিএম কেউ তৃণমূলের পাশে দাঁড়ায়নি। উল্টো বহরমপুর, জঙ্গিপুরসহ বেশ কয়েকটি কেন্দ্রে বিজেপি কংগ্রেসের প্রচারে সাহায্য করছে বলেও অভিযোগ করেছেন মমতা।

বুনিয়াদপুরে নির্বাচনের প্রচারে গিয়ে ফের বিজেপি এবং নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন মমতা ব্যানার্জি। সাধারণ মানুষের কাছে

তিনি আর্জি জানান, ‘পাঁচ বছরের জন্য মোদিকে সুযোগ দেয়া হয়েছিল। উনি ব্যর্থ হয়েছেন। ওকে আর সুযোগ দেওয়া উচিত নয়। তাই বাংলার নতুন বছর ১৪২৬, আর জনগণ বলছে ৪২-এ ৪২।’

বিজেপির বিরুদ্ধে ধর্মের নামে রাজনীতি করার অভিযোগও তোলেন বাংলার মুখ্যমন্ত্রী। তার কথায়, ‘বিজেপির আমলে কোনো উন্নতি হয়নি। ধর্মের নামে শুধু রাজনীতি করে বেড়ায় ওরা। ইংরেজি বছরে বলেছিলাম, ২০১৯ বিজেপি ফিনিশ। আর এখন বলছি ১৪২৬ ৪২-এ ৪২। কারণ দিল্লিতে দরকার জনগণের সরকার। নতুন সরকার দরকার দিল্লিতে। উত্তরপ্রদেশ আর বাংলা মিলে ঠিক করবে দিল্লিতে কারা সরকার গড়ে তুলবে।’ 

সূত্র : টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি