বাংলা নববর্ষ বরণ করতে রাজধানীর বিভিন্নস্থানে বর্ণাঢ্য আয়োজন
প্রকাশিত : ১৫:৩৪, ১৪ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৫:৫২, ১৪ এপ্রিল ২০১৭

বাংলা নববর্ষ বরণ করতে রমনা বটমূল ছাড়াও রাজধানীর বিভিন্নস্থানে ছিলো বর্ণাঢ্য আয়োজন। এ’সব অনুষ্ঠানে তরুণ-তরুণীর পাশাপাশি অংশ নেয় বিভিন্ন বয়সের মানুষ। সব বয়সের মানুষের সম্মিলনে বর্ষবরণের অনুষ্ঠান রুপ নেয় গণমানুষের মিলনমেলায়। তবে, যানবাহন সংকটে ভোগান্তিতে পড়তে হয় অনেককে।
বাংলার ঐতিহ্যবাহী নাচ, গান দিয়ে শুরু হয় রবীন্দ্র সরোবরের বৈশাখের অনুষ্ঠান। গানে গানে নতুন বছরকে বরণ করে নেয় শিল্পী-শ্রোতারা।
অনুষ্ঠানের মূল আকর্ষন ছিলো জাপানি শিল্পীদের মনকাড়া বাংলা গান।
আপস: আমি বাংলার গান গাই
বৈশাখের গানের তালে তালে শিশুদের নাচ বর্ষবরণের আনন্দ বাড়িয়ে দেয় বহুগুণ।
একটু নিরিবিলি পরিবেশে পরিবার পরিজন নিয়ে অনেকেই জড়ো হন চন্দ্রিমা উদ্যানে। বিভিন্ন সংগঠনের উদ্যোগে ছিলো নানা অনুষ্ঠান।
তবে, ঘুরতে বের হয়ে যানবাহন সমস্যায় ভোগান্তিতে পড়েন অনেকে।
এদিকে, কৃষিবিদ ইন্সটিটিউট থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। পরে পান্তা খাওয়ার মধ্য দিয়ে উদযাপন করা হয় বাংলা নববর্ষ।
আরও পড়ুন