ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালসের বার্ষিক সাধারণ সিনেট সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ১১ জুন ২০১৭ | আপডেট: ১৯:৩৫, ১১ জুন ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালসের নবম বার্ষিক সাধারণ সিনেট সভা হয়েছে।
মিরপুর সেনানিবাসের বিজয় অডিটরিয়ামে সভায় ২০১৬-১৭ অর্থবছরের ৭১ কোটি ৫০ লাখ টাকা ব্যায়ের বিভিন্ন দিক, এবং ২০১৭-১৮ অর্থবছরের ৭৬ কোটি ২০ লাখ টাকার বাজেট উপস্থাপন করা হয়। এ নিয়ে সিনেট সদস্যদের আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়। সিনেট সভায় নবম বার্ষিক প্রতিবেদন অনুমোদন করাসহ নতুন সদস্যদের সাদরে গ্রহন ও পুরাতন সদস্যদের আনুষ্ঠনিক বিদায় জানানো হয়। এছাড়াও কর্মরত অবস্থায় যেসব সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারা বিভিন্ন দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের তাদের আত্মার মাগফেরাত কামণা করে দোয়া করা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি