ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

বাংলাদেশ-চীন ফ্রেন্ডশীপ সেন্টারের কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ২৬ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

বাংলাদেশ চীন ফ্রেন্ডশীপ সেন্টার (বিসিএফসি) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৩ জানুয়ারি বিকেলে ঢাকার সেগুন বাগিচার একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। 

সিনিয়র সহ সভাপতি এ এস এম কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভাপতি দেলোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও দাঁড়িয়ে এক মিনিট নীরবতার মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সহ সভাপতি প্রকৌশলী মিজানুর রহমানের সঞ্চালনায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন, সাধারণ সম্পাদক এ এইচ এম জাহাঙ্গীর আলম রানা।

পরে এ এস এম কামালউদ্দিনকে সভাপতি, এইচ এম জাহাঙ্গীর আলম রানাকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ মাসুদ খানকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ চীন ফ্রেন্ডশীপ সেন্টার (বিসিএফসি) এর ৫৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ নির্বাচিত করা হয়।

চীনা নববর্ষ উপলক্ষে কেক কাটার মাধ্যমে সভা শেষ হয়।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি