ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

বাংলাদেশ দ্রুততম সময়ে আইটি শিক্ষায় পরিচিতি লাভ করেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১০, ২৩ মে ২০১৭ | আপডেট: ১৮:৫১, ২৩ মে ২০১৭

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ পদক্ষেপের কারণে বাংলাদেশ দ্রুততম সময়ে আইটি শিক্ষায় বিশ্বের অন্যতম দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ।
বিকেলে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে আইটি প্রশিক্ষণ শেষ করা দু’শ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বিনির্মাণে প্রত্যেক শিক্ষার্থীকে কম্পিউটার শিক্ষা ও তথ্য-প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জনের উপর জোর দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি