ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

বাংলাদেশ নিয়ে ট্রাম্পকে সংখ্যালঘু নারীর অভিযোগ, ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ১৯ জুলাই ২০১৯ | আপডেট: ১৫:৪৮, ১৯ জুলাই ২০১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের কাছে বাংলাদেশি এক নারী সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে অভিযোগ করেছেন। অভিযোগ করার ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, ওই নারী ট্রাম্পের কাছে বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বাঁচানোর জন্য সাহায্য প্রার্থনা করেন।

ভিডিওতে তিনি বলেন, ‘স্যার, আমি বাংলাদেশ থেকে এসেছি। এখানে ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ গুম হয়ে গেছে। দয়া করে, আমাদের বাংলাদেশিদের সাহায্য করেন! আমরা আমাদের দেশে থাকতে চাই। এখনও সেখানে ১ কোটি ৮০ লাখ সংখ্যালঘু মানুষজন আছে। আমার অনুরোধ, প্লিজ আমাদের সাহায্য করেন, আমরা আমাদের দেশ ছেড়ে যেতে চাই না। আমাদের শুধু ওখানে যেন থাকতে পারি সে সাহায্য করেন! আমি আমার বাড়ি হারিয়েছি, তারা আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে, আমার জমি কেড়ে নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার হয়নি।’

এ সময় ট্রাম্প বলেন, ‘এটা কোন জায়গা? বাড়িটা কোন জায়গায়?’

উত্তরে ওই মহিলা বলেন, ‘মুসলিম মৌলবাদী গ্রুপ এগুলো করছে, তারা রাজনৈতিক শেল্টার পাচ্ছে, সবসময়।’

এনএম


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি