ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

বাংলাদেশ ব্যাংকের অর্থ ছাড় না করতে যুক্তরাষ্ট্র নির্দেশনা শোনেনি ফিলিপাইনের ব্যাংক

প্রকাশিত : ১৫:৪৪, ১৬ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৪৪, ১৬ মার্চ ২০১৬

জালিয়তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অর্থ সরিয়ে নেয়ার পর তা ছাড় না করতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম নির্দেশনা দিলেও শোনেনি ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংক। এমনকি অগ্রাহ্য করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের মেসেজও। সঠিক সময়ে নির্দেশনা মানা হলে অন্তত ৫ কোটি ৮০ লাখ ডলার রাখা যেতো বলে জানান ফিলিপাইনের সিনেট কমিটির চেয়ারম্যান। চীনা নববর্ষ উদযাপনে ৮ই ফেব্র“য়ারি ফিলিপাইনে ছিলো ব্যাংক হলিডে। সেদিনই রিজাল ব্যাংককে পেমেন্ট বন্ধ করার নির্দেশ দিয়েছিলো যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক। এর পরদিন বাংলাদেশ ব্যাংক থেকেও একই সতকর্তা দেয়া হয়েছিলো। তবে সব নির্দেশনাই অগ্রাহ্য করেছে ব্যাংকটি। এমন তথ্য উঠে আসে ফিলিপাইনের সিনেট কমিটির তদন্তে। ছুটি থাকলেও পরদিন সকালে ব্যাংক খোলার সঙ্গে সঙ্গে এই মেসেজ দেখা উচিত ছিলো। শুনানিতে তাই বারবার প্রশ্ন করা হয়েছে কেনো মানা হয়নি নির্দেশনা। জবাবে নিজেদের পক্ষে সাফাই গেয়েছে রিজাল ব্যাংক কর্তৃপক্ষ। একই প্রশ্ন করা হয় শাখা ব্যবস্থাপককে। সিনেট কমিটির চেয়ারম্যানের মতে, নির্দেশনা মানা হলে হয়তো ৫ কোটি ৮০ লাখ ডলার রক্ষা করা যেতো। শুনানীতে অংশ নেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। রিজার্ভের এ অর্থ চুরির ঘটনায় মর্মাহত তিনি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে এ টাকা চুরির ঘটনায় ব্যপক সমালোচনার মুখে পদত্যাগ করেন গর্ভনর ড. আতিউর রহমান। অব্যাহতি দেয়া হয় দুই ডেপুটি গভর্নরকে। পরে অজ্ঞাতদের আসামি করে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি