ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

বাংলাদেশ সকল ধর্মের জন্য নিরাপদ: ধর্ম প্রতিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ১৭ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৮:২৩, ১৭ জানুয়ারি ২০২০

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবন দিয়ে আমাদের এদেশ উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর অন্যতম রাজনৈতিক আদর্শ ছিল ধর্ম নিরপেক্ষতা, যা পরবর্তীতে বাংলাদেশের সংবিধানে মুলনীতি হিসেবে সন্নিবেশিত হয়েছে। এ দেশে সকল ধর্মের মানুষ নিরাপদ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পেরেছি। এর মাধ্যমে বাংলাদেশে আমরা ধর্ম নিরপেক্ষতার আদর্শ প্রতিষ্ঠা করেছি। স্বাধীনতার সপক্ষের শক্তি হিসেবে আমরা জীবন দিয়ে হলেও বাংলাদেশকে সকল ধর্মীয় সম্প্রদায়ের অনুসারীদের জন্য নিরাপদ দেশ হিসেবে রেখে যাব।

আজ শুক্রবার ধর্ম প্রতিমন্ত্রী ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল্লাহ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নব গঠিত ট্রাস্টি বোর্ডের সদস্যদের নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী এ সময় নব গঠিত ট্রাস্টি বোর্ডের নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের কল্যাণে আরও বেশি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। ১৪ জানুয়ারি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়।

পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদাধিকারবলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ মো: আব্দুল্লাহ। ট্রাস্টি বোর্ডের ২ জন সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেন নারায়ন চন্দ্র চন্দ এমপি এবং মনোরঞ্জন শীল গোপাল এমপি। আর পদাধিকারবলে সদস্য হলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: নূরুল ইসলাম।

একুশ সদস্য বিশিষ্ট ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা হলেন সুব্রত পাল (কিশোরগঞ্জ), এ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক (কিশোরগঞ্জ), রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু (কিশোরগঞ্জ), রেখা রাণী গুণ (মানিকগঞ্জ), সুভাষ চন্দ্র সাহা-(টাংগাইল) , অধ্যাপক ড. অসীম সরকার (গোপালগঞ্জ), অধ্যাপক ডা: প্রাণ গোপাল দত্ত (ঢাকা), উত্তম কুমার শর্মা (চট্টগ্রাম), বাবুল চন্দ্র শর্মা (কক্সবাজার), তপন কুমার সেন (রাজশাহী), অংকুর জিৎ সাহা নব (সিরাজগঞ্জ), নান্টু রায় (খুলনা), শ্যামল সরকার (যশোর), সুরঞ্জিত দত্ত লিটু (বরিশাল), ভানু লাল দে(বরিশাল), অশোক মাধব রায় (হবিগঞ্জ), ইঞ্জিনিয়ার পি. কে. চৌধুরী (সিলেট), কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু (রংপুর), ববিতা রানী সরকার (নীলফামারী) এ্যাডভোকেট অসিত কুমার সরকার (নেত্রকোনা) ও ইঞ্জিনিয়ার রতন কুমার দত্ত (ময়মনসিংহ)। বাসস

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি