বাংলাদেশে উদ্ভাবন হলো খুরা রোগের টিকা
প্রকাশিত : ১৮:১৬, ১৮ অক্টোবর ২০১৮

এবার বাংলাদেশের গবেষকরা উদ্ভাবন করলেন গবাদি পশুর খুরা রোগের টিকা। রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যান্সার রোগ নির্ণয় পদ্ধতি উদ্ভাবনের পর এবার খুরা রোগের ভ্যাকসিন উদ্ভাবন করলেন বাংলাদেশি গবেষকরা। বর্তমানে আমদানি নির্ভর খুরা রোগের প্রতিটি ভ্যাকসিনের দাম পড়ে কমপক্ষে ১২০ টাকা। টিকার এ উচ্চমূল্যের কারণে খামারিরা তাদের গবাদি পশুকে টিকা দিতে অনাগ্রহ প্রকাশ করেন। কিন্তু বাংলাদেশের গবেষকদের উদ্ভাবিত খুরা রোগের ভ্যাকসিনের দাম পড়বে ৬০ থেকে ৭০ টাকা।
বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল গবেষক গবাদি পশুর খুরা রোগ প্রতিরোধের জন্য বাংলাদেশে সঞ্চরণশীল ভাইরাস দ্বারা একটি কার্যকর টিকা উদ্ভাবন করেছেন। গবেষকদলে মোট ১৭ জন সদস্য ছিলেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীন উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) আওতায় এই গবেষণা পরিচালিত হয়। দুটি উপপ্রকল্পের আওতায় ২০১১ ও ২০১৫ সালে এই গবেষণার জন্য হেকেপ থেকে মোট ১০ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে গবাদি পশুর খুরা রোগ প্রতিরোধে উদ্ভাবিত ভ্যাকসিনের তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আরকে//
আরও পড়ুন