ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বাংলাদেশে চালু হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং শিক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০২, ৫ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:৫১, ৬ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের উপর উচ্চতর ডিগ্রী অর্জনের সুযোগ। বাংলাদেশ চায়না ইনস্টিটিউট অব টেকনোলোজির (বিসিআইটি) সার্বিক তত্ত্বাবধানে ঢাকার স্টামফোর্ড ইউনির্ভাসিটিতে চালু হচ্ছে এ পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ।

এ উপলক্ষে চীনের সাত সদস্যের এক প্রতিনিধি দল তিনদিনের সফরে আজ (৫ নভেম্বর) ঢাকায় এসেছে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন চীনের গানসু প্রদেশের পররাষ্ট্র বিষয়ক ডেপুটি ডিরেক্টর জেনারেল ইয়াং ইয়াংগাং।

আগামীকাল ৬ নভেম্বর এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর হবে স্টামফোর্ড ইউনির্ভাসিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে। চুক্তিতে স্টামফোর্ডের পক্ষে স্বাক্ষর করবেন প্রতিষ্ঠানে উপাচার্য অধ্যাপক মোহম্মদ আলী নকী ও চীনের লানজু জিয়াতং ইউনির্ভাসিটির প্রেসিডেন্ট ইয়াং জিজিয়াং। এছাড়া প্রতিনিধি দল ৭ নভেম্বর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

পাওয়ার ইঞ্জিনিয়ারিং প্রসঙ্গে বিসিআইটি’র ব্যবস্থাপনা পরিচালক চার্লি চ জানান, চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশে রয়েছে দক্ষ পাওয়ার ইঞ্জিনিয়ারের স্বল্পতা। সে চাহিদা পূরণে সরাসরি চীনের অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত হবে এ বিভাগ।

বিসিআইটি’র চেয়ারম্যান মাসুম মসহিন জানান, বর্তমানে দেশে সরকারি- বেসরকারি বেশ ক’টি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে উঠছে। এসব প্রতিষ্ঠানে প্রচুর পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা রয়েছে। এছাড়া বিশ্ববাজারেও রয়েছে চাকুরির সুযোগ।

কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি