ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫

বাংলাদেশে জলবিদ্যুৎ রপ্তানিতে আগ্রহী নেপাল: মোমেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৫, ২৩ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, নেপাল বাংলাদেশে জলবিদ্যুৎ রপ্তানি করতে আগ্রহী।

আজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারির সফর বিষয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আবদুল মোমেন বলেন, প্রেসিডেন্ট ভান্ডারি নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জলবিদ্যুৎ বিষয়ক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৮ সালে বাংলাদেশ ও নেপালের মধ্যে সমঝোতা স্মারকের আওতায় বিদ্যুৎ উৎপাদন ও বন্টন বিষয়ক সচিব পর্যায়ের স্টিয়ারিং ও নির্বাহী কমিটির বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, উভয় পক্ষই আশা করে যে তারা ভবিষ্যতে জলবিদ্যুৎ খাত সহযোগিতা বৃদ্ধি করবে।

মোমেন বলেন, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল ঢাকায় এসেছেন।- বাসস

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি