ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫

বাংলাদেশে বহুজাতিক সামরিক অনুশীলন শুরু ৪ এপ্রিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৩, ২ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী সপ্তাহে বাংলাদেশে একটি বহুজাতিক সামরিক অনুশীলন শুরু হবে।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল সন্ধ্যায় জারিকৃত একটি বিবৃতিতে জানানো হয়, ৪ এপ্রিল থেকে ১২ এপ্রিল বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ‘শান্তির অগ্রসেনা-২০২১’ শীর্ষক অনুশীলনে ভারত, ভুটান এবং শ্রীলংকান সেনাবাহিনী অংশগ্রহণ করবে।

রাজকীয় ভুটান আর্মি, শ্রীলংকান আর্মি ও বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনীর ডোগরা রেজিমেন্টের কর্মকর্তা, জেসিও, সৈন্যসহ ৩০ সদস্যের কন্টিনজেন্টটি অনুশীলনে অংশ নেবে। এই অনুশীলনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘শক্তিশালী শান্তি রক্ষা কার্যক্রম’।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, সৌদি আরব, কুয়েত, সিঙ্গাপুর থেকে সামরিক পর্যবেক্ষক অনুশীলনে উপস্থিত থাকবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি