বাংলাদেশের অবস্থা ভারতের চেয়ে ভালো, তারা কেন ভারতে আসবে: মহুয়া মৈত্র
প্রকাশিত : ১০:২৫, ৩১ জুলাই ২০২৫ | আপডেট: ১০:২৭, ৩১ জুলাই ২০২৫

তৃণমূল কংগ্রেস নেত্রী ও লোকসভার সদস্য মহুয়া মৈত্র বলেছেন, জিডিপিসহ পরিকাঠামোগত দিক থেকে ভারতের তুলনায় অনেকাংশেই ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। ভারতে আসার কোনো কারণই নেই বাংলাদেশিদের।
সম্প্রতি দেশটির একটি ইংরেজি গণমাধ্যমকে ভার্চুয়াল সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারের এক পর্যায়ে সঞ্চালক অন্য দেশ থেকে ভারতে আসা মানুষদের তথা অনুপ্রবেশ ইস্যুতে মহুয়াকে প্রশ্ন করেন। সেই প্রশ্নের উত্তরেই এ কথা বলেন তিনি।
পৃথিবীর সবাই ভারতে আসতে চায়— এমন ভাবনা চিন্তা থেকে বের হয়ে আসার জন্য নিজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিও আহ্বান জানান পশ্চিমবঙ্গের এ নেত্রী।
সঞ্চালক যখন বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন করেন, তখন সঞ্চালকের উদ্দেশে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, কোথায় সেই ব্যাপক অনুপ্রবেশ? কারা ভারতে আসছে? কেনইবা কেউ ভারতে আসবে? আমি নিজে সীমান্তবর্তী এলাকার সংসদ সদস্য। আপনি বলুন তো, এখনকার বাংলাদেশিরা কেন ভারতে থাকতে চাইবে?
মহুয়া বলেন, ‘আমার নির্বাচনী এলাকা নদীয়া জেলার কৃষ্ণনগর, যার অপরপ্রান্তেই বাংলাদেশের কুষ্টিয়া জেলা। জিডিপি, স্বাস্থ্য ও মানব উন্নয়ন সূচকসহ অনেক দিকেই বাংলাদেশ এখন ভারতের চেয়ে ভালো করছে। দয়া করে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে বোঝান, পৃথিবীর সবাই ভারতে আসতে মরিয়া— এমন ভাবনা থেকে যেন বেরিয়ে আসেন তারা।’
তিনি আরও বলেন, গত তিন বছরে প্রায় ১১ লাখ ভারতীয় নাগরিক দেশ ছেড়ে চলে গেছেন। যারা একসময় ভারতে বসবাস করতেন, ট্যাক্স দিতেন, তারাই এখন স্থায়ীভাবে অন্য দেশে পাড়ি জমাচ্ছেন। কেউ আর ভারতকে ‘স্বপ্নের দেশ’ বলে ভাবছে না। বরং ভারত থেকে মানুষ এখন দুবাই, পর্তুগাল, ইউরোপীয় দেশগুলিতে পাড়ি দিচ্ছে। ‘গোল্ডেন ভিসা’ পাওয়ার জন্য ১০ লাখ ডলার পর্যন্ত খরচ করছেন অনেকে।
সঞ্চালক যখন বলেন, দরিদ্র বাংলাদেশিরা তো এত টাকা খরচ করে বৈধ অভিবাসনের সুযোগ নিতে পারবে না, তখন মহুয়া স্পষ্টভাবে বলেন, ‘আমি বাংলাদেশিদের নয়, ভারতীয়দের কথা বলেছি যারা বিদেশে যাচ্ছেন। কিন্তু আপনি দয়া করে মাথা থেকে এই ভ্রান্ত ধারণা ঝেড়ে ফেলুন যে, বাংলাদেশিরা ভারতে থাকতে মরিয়া হয়ে পড়েছে।’
মোদি সরকারের উদ্দেশ্যে মহুয়া বলেন, ‘আপনারা বলছেন বাংলাদেশি হিন্দুরা নির্যাতিত, তাই সিএএ দরকার। তাহলে সিএএ বাস্তবায়নের পরও কেন সীমান্তে অনুপ্রবেশ চলছে? তারা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে পারে! আর যদি কেউ অবৈধভাবে আসে, তাহলে আপনার সীমান্ত ব্যবস্থাপনাই বা কী করছে?’
এএইচ
আরও পড়ুন