ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

বাইডেনের পরিদর্শনের ঘণ্টাখানে আগে ভেঙে পড়ল সেতু!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৬, ২৯ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ শহরের রাস্তাঘাট ও সেতুর উন্নয়ন নিয়ে কথা বলতে যাচ্ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ঘণ্টাখানেক আগেই ভেঙে পড়ল ওই শহরের একটি সেতু। এরপরেই মার্কিন প্রেসিডেন্ট আশ্বাস দিয়েছেন, পিটসবার্গ শহরের নড়বড়ে সব সেতু মেরামত করা হবে।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় শুক্রবার সকাল ৬টার দিকে সেতুটি ভেঙ্গে পড়ে। এসময় সেতুতে থাকা কয়েকটি গাড়ি নিচে পড়ে যায়।

পিটসবার্গের অগ্নিনির্বাপণ বাহিনীর প্রধান ড্যারিল জোনেস বলেন, ‘সেতু ধসে ব্যাপক গ্যাস লিকেজ হয়েছে। এ ঘটনার পর আশপাশের কয়েকটি বসতবাড়ি থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, বনের ভেতরে নালার নিচে ভেঙে পড়া সড়কের ধ্বংসস্তূপের মধ্যে কয়েকটি গাড়ি জড়ো করে রাখা হয়েছে। বাসের মতো দেখতে একটি যান সেতুর একটি প্রান্তে ঝুলে রয়েছে।

এক টুইট বার্তায় পিটসবার্গের জননিরাপত্তা কর্তৃপক্ষ বলছে, ঘটনাস্থল থেকে গ্যাস লিকেজ হওয়ার ঝাঁঝালো গন্ধ আসছে।

সূত্র: সিএনএন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি