ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

বাইডেনের মুখে অশালীন মন্তব্য (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ২৫ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সাংবাদিক সম্মেলনে মেজাজ হারালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ধৈর্য হারান তিনি। তারপরেই বিতর্কের সূত্রপাত। 

সোমবার হোয়াইট হাউসের ইস্ট রুমে একটি বৈঠক চলছিল। আলোচনার বিষয় ছিল মুদ্রাস্ফীতি। সেখানেই এক সাংবাদিকের প্রশ্নে চটে যান বাইডেন।

করোনার এই পরিস্থিতিতে ক্রেতাদের সাহায্যার্থে একটি আইন প্রণয়ন নিয়ে কথা চলছিল। সেই সময়ই ‘ফক্স নিউজে’র পিটার ডুকি নামের এক সাংবাদিক বাইডেনকে খোঁচা দিয়ে জানতে চেয়েছিলেন, মুদ্রাস্ফীতির সঙ্গে কোনও রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা। তখনই অশালীন মন্তব্য করে বসেন প্রেসিডেন্ট। 

ঘটনাচক্রে মাইক অন থাকায় তা শোনা যায়। তিনি অশালীন ভাষার প্রয়োগ করেন সাংবাদিকের বিরুদ্ধে। যা শুনতে পায় সবাই। যদিও পরে মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেন, “আপনি কি মনে করেন মুদ্রাস্ফীতি একটি রাজনৈতিক দায়?”
সূত্র: জি২৪
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি