বাগেরহাটে দিনে দুপুরে সাংবাদিকের বাসায় চুরি
প্রকাশিত : ২৩:০৩, ৯ ডিসেম্বর ২০২৫
বাগেরহাটে প্রবাসী সাংবাদিক আরাফাতুল ইসলামের বাড়িতে তালা ভেঙে দিনেদুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা দুই ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ বাড়িতে থাকা বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে জানা যায়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপারের বাংলোর বিপরীত পাশে তার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
আরাফাতুল ইসলাম ডয়চে ভেলের সাংবাদিক। বাগেরহাট শহরের দশানী এলাকায় সাংবাদিক আরাফাতুল ইসলামের পৈতৃক বাড়ি। তিনতলা ভবনের তৃতীয় তলায় তার মা থাকেন। পাশের ফ্ল্যাটে থাকেন অন্য ভাড়াটিয়া। ভবনের দ্বিতীয় তলায় একটি এনজিওর অফিস রয়েছে। তালা ভেঙে চোরেরা ওই অফিসেও প্রবেশ করে।
এদিকে খবর পেয়ে এদিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর থানা ও গোয়েন্দা পুলিশ।
ঘটনার সময় বাড়িতে তার মা একা ছিলেন জানিয়ে আরাফাতুল ইসলাম বলেন, সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী বেলা ২টার দিকে চোরেরা বাসার তালা ভেঙে ঘরে ঢুকে। তারা আমার মায়ের স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে। সিসি ক্যামেরায় দুই ব্যক্তিকে দেখা গেছে। আমরা বিষয়টি পুলিশকে অবহিত করেছি।
আরাফাতুল ইসলামের মা আমেনা বেগম বলেন, দরজায় তালা দিয়ে আমি ছাদে গেছিলাম। হঠাৎ নিচে উঁকি দিয়ে দরজা খোলা দেখে দৌড়ে আসি। ঘরে ঢুকতেই তারা আমাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। পরে আমি আমার রুমে ঢুকে দেখি সব তছনছ করা। আলমারিতে থাকা দুই ভরির কিছু বেশি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা এবং আরাফাতের (আরাফাতুল ইসলামের) ব্যবহৃত কিছু জিনিস খোয়া গেছে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্তে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।
এমআর//
আরও পড়ুন










