ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

বাগেরহাটে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে নিরাপত্তা উপকরণ বিতরণ

প্রকাশিত : ১৬:১৭, ২৭ মে ২০১৯

বাগেরহাট পৌরসভার পরিচ্চন্নতা কর্মীদের মাঝে মাস্ক, এ্যাপ্রোন, রেইনকোট, জুতোসহ আট ধরণের নিরাপত্তা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট পৌর মিলানায়তনে কর্মজীবী নারী সংগঠন পৌরসভার একশ নিরাপত্তা কর্মীর মাঝে এ উপকরণ বিতরণ করেন।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র খান হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, আসমা আক্তার, শরীফা আক্তার স্বপ্না, শাহনেওয়াজ মোল্লা দোলন, নাছির উদ্দিন, শেখ মাসুম, কর্মজীবি নারীর পরিচালক লায়লা রাব্বানি, প্রাক্টিক্যাল এ্যাকশনের প্রকল্প ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, প্রকল্প সমন্বয়ক রাকিব হাসান, প্রকল্প কর্মকর্তা রাজিব কুমার রায়, কর্মজীবি নারীর ব্যবস্থাপক মুক্তা আক্তার প্রমুখ।

ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় মর্যাদাপূর্ণ জীবনযাত্রায়-বর্জ্য ও পয়:নিস্কাশন কর্মীদের আর্থ-সামাজিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বাগেরহাট পৌরসভার ১০০ পরিচ্ছন্নতা কর্মীকে মাস্ক, এ্যাপ্রোন, রেইনকোট, জুতোসহ আট ধরণের নিরাপত্তা উপকরণ বিতরণ করা হয়েছে।

পৌর মেয়র খান হাবিবুর রহমান বলেন, দেশের সকল পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা রাজস্ব খাত থেকে দেওয়া হলে পৌরসভার কর্মকান্ড আরও জনহিতকর হবে। এছাড়া পৌরসভার কার্যক্রম আরও বৃদ্ধি পাবে। কর্মীরা আন্তরিকভাবে কাজ করবে। আমাদের সাধ্যমত পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা করে থাকি।

কেআই/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি