ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বাগেরহাটে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ৩১ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪৫ বছর। নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য বলে ধারণা র‌্যাবের

র‌্যাব-৬ সূত্রে জানা যায়, উপজেলার কাহালপুর এলাকায় রোববার রাত ৩টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কে গোলাগুলির ঘটনা ঘটে। বাগেরহাট-মাওয়া মহাসড়কে ডাকাতি প্রতিরোধে মোল্লাহাটে টহল চৌকি বসানো হয়। রাত ৩টার দিকে দুটি মোটরসাইকেলকে দাঁড়ানোর সিগনাল দিলে তারা র‌্যাবের দিকে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি করলে একজন মোটরসাইকেল থেকে পড়ে যায়। তাকে গুলিবিদ্ধ অবস্থায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব জানায়, নিহত ব্যক্তি ডাকাতদলের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি