বাগেরহাটে ৪ চিত্রল হরিণের মাথাসহ ৮৫ কেজি মাংস উদ্ধার
								একুশে টেলিভিশন
							
প্রকাশিত : ১২:২৪, ১৫ মে ২০১৭ | আপডেট: ১৪:২১, ১৫ মে ২০১৭
				
					বাগেরহাটের রামপালের একটি বাগান থেকে চারটি চিত্রল হরিণের মাথাসহ ৮৫ কেজি মাংস উদ্ধার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাইনতলার বারুইপাড়া গ্রামের মহব্বত আলীর বাগানে যৌথ অভিযান চালায় পুলিশ। এসময় পলিথিনের ব্যাগে বরফ দেয়া অবস্থায় হরিণের ৪টি মাথা ও মাংস উদ্ধার করা হয়। একই সাথে পাশের খাল থেকে শিকারীদের ব্যবহৃত সন্দেহে ২টি নৌকা জব্দ করে পুলিশ। তবে হরিণ শিকারি বা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুন
				        
				    









