ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক সোমবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ২৮ জুন ২০২০ | আপডেট: ১৩:১২, ২৮ জুন ২০২০

জাতীয় সংসদ ভবন- সংগৃহীত

জাতীয় সংসদ ভবন- সংগৃহীত

আগামীকাল সোমবার জাতীয় সংসদের অষ্টম ও বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হবে। এদিন বেলা ১১টায় সংসদের বৈঠক বসবে। গত ২৩ জুন এক কার্যদিবস বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে সাত দিন বিরতি ছিল। করোনা মহামারীর কারনে এবারের অধিবেশন সংক্ষিপ্ত করা হয় এবং বিরতিও দেওয়া হয়। ১০ জুন থেকে শুরু হয়েছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন।

জানা যায়, ৩০ জুন আগামী অর্থবছরের বাজেট পাস হবে। এর মধ্যে বেশ কয়েকজন সংসদ সদস্য ও মন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় সংসদ সদস্যদের কোভিড-১৯ পরীক্ষা করার অনুরোধ জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। সংসদের চলমান অধিবেশনের কার্যদিবসগুলোয় অংশ নেবেন এমন সদস্যদের নমুনা পরীক্ষার জন্য বলা হয়েছে। এর আগে সংসদের কর্মরতদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হলেও এমপিদের ব্যাপারে কোনো নির্দেশনা ছিল না।

আজ রোববার পর্যন্ত ১৭ জন সংসদ সদস্য ও মন্ত্রী, সংসদ সচিবালয়ে কর্মরত ৯৪ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সংসদে কর্মরত ৮২ আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। 

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি