ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

বাজেটে ঘাটতি বাড়লেও জিডিপির ৫ শতাংশের নীচে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৪, ২৮ মে ২০১৭

Ekushey Television Ltd.

আয়ের চেয়ে খরচ বেশি বাড়ায় বাজেটে ঘাটতি বাড়লেও উন্নত অর্থনীতির অনেক দেশের মতই বাংলাদেশেও তা জিডিপির ৫ শতাংশের নীচেই থাকে। তবে এই ঘাটতি মেটাতে বেশ কয়েকবছর ধরেই সরকার চড়াসুদে সঞ্চয়পত্র বিক্রি করে টাকা সংগ্রহ করে আসছে। এর বদলে বিশ্বব্যাংক-আইএমএফ-এডিবি এবং চীন-ভারত থেকে স্বল্পসুদে ঋণ নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের।
চলতি ২০১৬-১৭ অর্থবছরেও বাজেট ঘাটতি ৯৭ হাজার কোটি টাকা ছিল, এবার তা আরো বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। প্রতিবছর এমন ঘাটতি মেটাতে কমসুদের বৈদেশিক উৎসের ভরসা না পেয়ে সরকার বেশীসুদের দেশীয় উৎসের ওপর নির্ভর করে। দেশেও ব্যাংকিং উৎসের চেয়েও বেশীসুদের, প্রায় ১২ শতাংশ সুদের সঞ্চয়পত্র বিক্রি করে টাকা যুগিয়ে ঘাটতি মেটায়। আর এই সঞ্চয়পত্রের পরিমান বেড়ে এমন হয়েছে যে, সুদ দিতেই মোট খরচের ২৫ শতাংশ চলে যায়, যার বিপক্ষে অবস্থান অর্থনীতিবিদদের।
বাজেটের টাকার অপচয় রোধে সঞ্চয়পত্রের বদলে বৈদেশিক উৎস থেকে অর্থ সংগ্রহের সক্ষমতা তৈরির পরামর্শ অর্থনীতিবিদদের।
বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশ বা তার নীচে থাকলে বিষয়টি আন্তর্জাতিকভাবে মানসম্মত বলে বিবেচনা করা হয় বলে ঘাটতির পরিমান নিয়ে কোন শঙ্কা নেই বলেও মত তাদের।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি