ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বান্দরবান সরকারি কলেজের শিক্ষকদের দিনব্যাপী কর্মবিরতি পালন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ১৬ মে ২০১৭ | আপডেট: ১৮:০৬, ১৬ মে ২০১৭

Ekushey Television Ltd.

পরীক্ষাসহ জাতীয় দায়িত্ব পালনের সময় শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের উপর হামলা ও অব্যাহত হুমকির প্রতিবাদে দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন বান্দরবান সরকারি কলেজের শিক্ষকরা ।
সোমবার সকালে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আয়োজনে কলেজ ইউনিটের ব্যবস্থাপনায় এই কর্মবিরতি পালন করেন তারা। এ’সময় দায়িত্ব পালনের সময় দেশের বিভিন্ন স্থানে শিক্ষা ক্যাডারদের নিরাপত্তা, সংঘটিত সকল ঘটনার সাথে যুক্ত প্রকৃত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান তারা। এছাড়া জড়িতদের যথাযথ শাস্তি  ও পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারার সঠিক প্রয়োগ করতে প্রশাসনের প্রতি আহবান জানান বক্তারা।



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি