ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বান্দরবানে ফের পাহাড় ধসে নিখোঁজ কয়েকজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ২৩ জুলাই ২০১৭ | আপডেট: ০৯:২৯, ২৪ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

বান্দরবানের রুমা উপজেলায় ফের পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসের ঘনটায় কয়েকজন মাটি চাপা পড়ে আছে বলে জানিয়েছেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শরিফুল হক। কয়েক দিনের টানা বর্ষণে রুমা উপজেলার দলিয়ানপাড়া এলাকায় রোববার সকালে পাহাড় ধসের এ ঘনটা ঘটে।

মুহাম্মদ শরিফুল হক বলেন, পাহাড় ধসের পর থেকে বান্দরবান-রুমা সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে। সেখানে উদ্ধার কাজ চলছে। তবে হতাহতের শঙ্কা রয়েছে।

তিনি আরও জানান, বান্দরবান থেকে যাত্রীবাহী একটি বাস রুমা যাওয়ার পথে বেলা ১১টার দিকে দলিয়ানপাড়া এলাকায় পৌঁছলে বাসটির সামনে পাহাড় ধসে পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। পরে যাত্রীরা বাস থেকে নেমে পাহাড় ধসের জায়গাটি হেঁটে পার হওয়ার সময় আবার পাহাড় ধসে পড়লে তাদের মধ্যে কয়েকজন মাটিচাপায় পড়েন।

মুহাম্মদ শরিফুল হক বলেন, ওই বাসে ১২ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৬ বা ৭ জন মাটিচাপা পড়েছেন। সেনাবাহিনীর ১৯ ইসিবির একটি দল অভিযান চালিয়ে তিন জনকে জীবিত উদ্ধার করেছে। এখনও উদ্ধার অভিযান চলছে।

আরকে/টিকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি