ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

বাপের নাম ভুলে গেছে ডায়াসপোরা পাখি

সাঈফ ইবনে রফিক 

প্রকাশিত : ১৬:১৫, ১৩ অক্টোবর ২০২৩

বাপের নাম ভুলে গেছে ডায়াসপোরা পাখি
সাঈফ ইবনে রফিক 

'আই হেইট কাতালান রেবেলস!'
বার্সার জার্সি পরা
ফিলিস্তিনি বংশোদ্ভূত স্প্যানিশ তরুণী 
বলে উঠলো!
আমি হেসে উঠলাম। বললাম,
তোমার বুকে যে কাতার এয়ারওয়েজ—
শুধু এরা চাইলেই এক রাতের মধ্যে
একেকটা নিউইয়র্ক হয়ে উঠতে পারে 
গাজা-রামাল্লা-জেরিকো-হেবরন!
আইবেরীয় উপদ্বীপে   
অনারব অটোম্যানের হেরিকেন সাম্রাজ্যে 
যতোটা জাদু—
এর চেয়ে ঢের বেশি আলো
আরব্য রূপকথার ঝাড়বাতিতে!

কর্ডোভা থেকে বসনিয়া হয়ে আলবেনিয়ায় 
অপরাধপ্রবণ গ্রামগুলো জ্বলছে।
ইউরোপ! ইউরোপ!! জিকিরে অন্তপ্রাণ
হিজাবি শেতাঙ্গ কিশোরীরা
আরব না হওয়ার হীনমন্যতায় ভুগছে—
আর তুমি ভাবছো
কাতালানরা হামাস হয়ে যাক?

পশ্চিম তীরে তরী ডোবার আগে
সেনজেন ভিসায় দেখো—
কিভাবে ইউরোপ চষে বেড়াচ্ছে
আলাদিনের উড়ুক্কু কার্পেট।
অথচ মার্কেট ইকোনোমি বলছে—
মরোক্কায় আটকে থাকা 
স্প্যানিশ নৌঘাঁটিও নাকি কৌশলগত ভুল!
জিব্রাল্টারে ডুবে যাওয়া তারিকের মাস্তুল থেকে
যে অগ্নি স্ফুলিঙ্গ ঢুকে পড়েছে
লন্ডনের ইসলামিক সেন্টারে—
তাতেও নাকি ইহুদি খাদ। 

শাহাদাতের মোড়কে 
চকচকে গহনা গড়ার ষড়যন্ত্র!
আহা ভূমধ্যসাগর,
এপারে ওপারে জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ মুসলমান বাতাসে
গড়ে ওঠা আপেল-কমলা-নাশপতি বাগানে
যে রোমান আধিপত্য গুড়িয়ে দিয়েছিল
তোমার পূর্বপুরুষ। অ্যাসাইলামের মদে
তা গুলিয়ে ফেললে পুরোটাই!
বার্সেলোনায় এখন টাকারা থাকে
ফিলিস্তিনিদের মতোই বিলুপ্তপ্রায় কাতালানরা!


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি